ভয়ংকর রাসেল ভাইপার আতঙ্ক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনা জেলার ঈশ্বরদীতে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের আতঙ্কে রয়েছে এলাকাবাসী। একের পর এক বিষাক্ত রাসেল ভাইপার সাপের দেখা মিলছে উপজেলার বিভিন্ন এলাকায়।

পদ্মা নদীর তীরবর্তী এলাকায় বেশি দেখা যাচ্ছে এই বিষধর সাপ। উপজেলার পাকশী ইউনিয়নে সম্প্রতি রাসেল ভাইপারের কামড়ে এক শিশু বাচ্চার মৃত্যু হয়। বর্তমানে পাবনা জেলায় রাসেল ভাইপারের আতঙ্ক বিরাজ করছে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডা. শফিকুল ইসলাম বলেন, রাসেল ভাইপার ভারত থেকে নদীপথে ঈশ্বরদী আসছে। এটা খুবই ভয়ংকর বিশাক্ত সাপ। তাই কৃষকদের পায়ে বুট পড়তে হবে এবং সাবধানে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে ঈশ্বরদী হাসপাতালে একজনকে দেওয়ার মতো ভ্যাকসিন রয়েছে। বাজারে একটি ভ্যকসিনের বাজার দর প্রায় ১২-১৩ হাজার টাকা। এর আগে ২০১৮ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে এক ব্যক্তি পদ্মার চর থেকে রাসেল ভাইপারকে অজগর সাপ ভেবে তার বাড়িতে নিয়ে আসে। এরপর রাসেল ভাইপারের কামড়ে তিনি মারা যান। খোঁজ নিয়ে জানা যায়, বিগত ২-৩ বছর ধরে ঈশ্বরদীতে বিরল প্রজাতির এই মারাত্মক বিষধর রাসেল ভাইপারের বিস্তার ঘটেছে। এর কামড়ে কয়েকজন ব্যক্তির মৃত্যু হয়।