ব্যাগভর্তি বাজার করল ২০০ পরিবার

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় স্বল্প আয়ের ২০০ পরিবারকে নামমাত্র মূল্যে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকার সামাজিক সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন গতকাল বেলা ১১টা থেকে দিনব্যাপী এসব সামগ্রী বিতরণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে। এ সময় কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন চন্দ্র রায়। বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নওগাঁ সদর উপজেলার নির্বাহী অফিসার এস.এম রবিন শীষ, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, জেলা টেলিভিশন জার্নালিস্ট এাসোসিয়েশনের সভাপতি এএসএম রায়হান আলম ও সমাজসেবক তসলিমা ফেরদৌস। পরে দিনব্যাপী বাছাইকৃত তালিকাভুক্ত ২০০ পরিবারের মধ্যে প্রতিটি কম্বল চার টাকা, শিশু পোশাক এক টাকা, ডিম প্রতি ডজন দুই টাকা, চিনি প্রতি কেজি তিন টাকা, সয়াবিন তেল প্রতি কেজি পাঁচ টাকা, প্রায় এক কেজি ওজনের একটি মাছ পাঁচ টাকা, একটি মুরগি পাঁচ টাকা, লবণ প্রতি কেজি এক টাকা, সুজি প্রতি কেজি এক টাকা, দুই কেজি আটা তিন টাকা, মশুর ডাল প্রতি কেজি দুই টাকা এবং প্রতি কেজি চাল এক টাকা মূল্যে বিক্রি করা হয়।