ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খুলনায় জনতার মুখোমুখি সংসদ সদস্য প্রার্থীরা

খুলনায় জনতার মুখোমুখি সংসদ সদস্য প্রার্থীরা

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের সংসদ সদস্য প্রার্থীরা জনগণের মুখোমুখি অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

সেখানে তারা নিজেদের মতামত ব্যক্ত করেছেন। গতকাল বুধবার দুপুরে মহানগরীর একটি অভিজাত হোটেলে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। খুলনার ছয় আসনের প্রার্থীদের নিয়ে করা ‘দ্বাদশ সংসদ নির্বাচন প্রার্থীরা জনতার মুখোমুখি’ গোল টেবিল বৈঠকের আয়োজন করে নাগরিক অধিকার ও সুরক্ষা কমিটি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুশীলনের নির্বাহী প্রধান ও উপকূল বন্ধু মোস্তফা নুরুজ্জামান।

প্রান্তিক পর্যায়ের পক্ষ থেকে সংসদ সদস্য প্রার্থীদের কাছে নাগরিকরা অপরিকল্পিত নগরায়নের বিষয়ে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন।

এছাড়া শুভশক্তি সুসমাজ এর পক্ষ থেকে প্রান্তিক পর্যায়ে পানি, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার ওপরে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন।

এ সময় নাগরিক অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে পাঁচটি দাবি উপস্থাপন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত