প্রাণিসম্পদ খামারিদের জন্য প্রশিক্ষণ

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল প্রাণিসম্পদ দপ্তর হলরুমে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় ‘খামারিদের জন্য ব্যবসা পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে ট্রেইনার ছিলেন মাগুরা জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মিহির কান্তি বিশ্বাস, ডিডিএআই এএইচএম শামিউজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ভেটেরিনারি সার্জন ডাঃ শাহীন আলম, ইউসিবিএলের শাখা ব্যবস্থাপক একেএম ওয়াহিদুল ইসলাম।

প্রশিক্ষণে ২৫ জন মহিলাসহ মোট ৪০ জন অংশগ্রহণ করছেন।