অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় ১৬ জেলে আটক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাগেরহাট প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের কোকিলমনি অভয়াশ্রামে অবৈধভাবে কাঁকড়া ধরার সময় ১৬ জেলেকে আটক করেছে বন বিভাগ। গত বুধবার দুপুরে বন বিভাগের নিয়মিত স্মার্ট পেট্রল টিম টহল দেয়ার সময় এসব জেলেকে অভয় অভয়াশ্রামে অবৈধভাবে মাছ-কাঁকড়া ধরতে দেখে আটক করে।

এ সময় তাদের সঙ্গে থাকা দুইটি নৌকা একটি ট্রলার ও কাঁকড়া ধরা চার জব্দ করা হয়। সুন্দরবন বিভাগের সহকারী বন সংরক্ষক মো: মাহাবুব হোসেন জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিল মুনি অভয়াশ্রম এলাকায় স্মার্ট পেট্রলটিম নিয়মিত টহল দেয়ার সময় অবৈধভাবে কাঁকড়া আহরণ করতে দেখে ১৬ জনকে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তী সময়ে তাদের কাছ থেকে কাঁকড়া ধরা চারো, দুটি নৌকা ও একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। আটককৃত জেলেদের গতকাল দুপুরে বাগেরহাট আদালতে উপস্থাপন করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছে। আটককৃত এসব জেলেদের বাড়ি রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন গ্রামে।