ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্বপ্নের পঞ্চগড় গড়তে নৌকায় ভোট চাইলেন সাদ্দাম

স্বপ্নের পঞ্চগড় গড়তে নৌকায় ভোট চাইলেন সাদ্দাম

বাংলাদেশের সংসদীয় এক নম্বর আসন পঞ্চগড়। দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশের সংসদীয় এক নম্বর আসনটির জন্য স্বপ্নের পঞ্চড় গড়তে নৌকায় ভোট চাইলেন বাংলাশে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন। গত বৃহস্পতিবার বিকালে জেলার তেঁতুলিয়া উপজেলার সদরের চৌরাস্তা বাজারে নির্বাচনি পথসভায় প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ মনোনীত পঞ্চগড় জেলা সহ-সভাপতি নাঈমুজ্জামান ভুইয়া মুক্তাকে বিজয়ী করতে নৌকায় ভোট চান তিনি। প্রধান বক্তার বক্তব্যে সাদ্দাম হোসাইন বলেন, আজকে বাংলাদেশের সংসদীয় আসনে এক নম্বর আসন হচ্ছে পঞ্চগড়। পঞ্চগড়-১ এর বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দেশরত্ন শেখ হাসিনার স্বাক্ষরে যে নৌকার প্রার্থী হয়েছেন সে নৌকা আমাদের স্বাধীনতার প্রতীক, সে নৌকা আমাদের গণতন্ত্রের প্রতীক, উন্নয়নের প্রতীক ও আত্মমর্যাদার প্রতীক। এ নৌকা প্রতীকে যিনি প্রার্থী, তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও অনেক গরিব মেধাবী ও অনেক বছর ধরে পঞ্চগড়, আটোয়ারী ও তেঁতুলিয়ার মানুষের জন্য কাজ করে আসছেন। তিনি কয়েকদিন আগে প্রার্থী হলেও তার আগে থেকে এলাকার মানুষের জন্য আওয়ামী লীগের নেতাকর্মী ও ছাত্রলীগের সাথে কাজ করেছেন। তিনি এখানকার মানুষের সমস্যা নিরসনের জন্য কাজ করেছেন। এখানকার ছেলেমেয়েরা যাতে ভালোভাবে লেখাপড়া করতে পারে, লেখাপড়া শেষ করে চাকরি পায়, তাদের জন্য যেন ট্রেনিংয়ের ব্যবস্থা হয়। এই পঞ্চগড়টা যাতে উন্নত হয় ও আমাদের সবার স্বপ্নের পঞ্চগড় হয় সে লক্ষ্য নিয়ে তিনি কাজ করছেন। আমরা যারা আপনাদের সন্তানের বয়সী, আমাদের যে কোনো প্রয়োজনে পাশে থেকেছেন। পঞ্চগড়ের স্বপ্নের কথা বলেছেন। সম্ভাবনার কথা বলেছেন। পঞ্চগড়-১ এর জন্য তিনি ক্রমাগত আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে যাচ্ছেন। পঞ্চগড়-১ এর এক নৌকায় সবাইকে সাথে নিয়ে সুন্দর ও সমৃদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন। তাই স্বপ্নের পঞ্চগড় গড়তে সবাইকে নৌকায় ভোট দিবেন। এর আগে গত বুধবার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের এক নির্বাচনি জনসভায় অংশ নেন সাদ্দাম হোসাইন। সে নির্বাচনি সভায় বলেছেন, ৭ জানুয়ারি ভোট দেওয়া মানেই হচ্ছে সন্তানের ভবিষ্যৎ, সমৃদ্ধি, নিরাপত্তাসহ উন্নত জীবন নিশ্চিত করা। ভোট দিলে সেই সুযোগটি তৈরি হবে। এই বার্তা সবার মাঝে ছড়িয়ে দেবেন। যারা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তারা দেশের প্রতি, বাবা-মায়ের প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে আসুন আমরা সবাই মিলে ৭ তারিখে ভোটাধিকার প্রয়োগ করবো। এ ছাড়ারও আরও কয়েকটি পথ সভায় অংশ নেন। এ সময় নির্বাচনী সভায় তেঁতুলিয়া আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ও ভোটারদের কাছে ভোট চান নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়বুর রহমানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, বীর মুকিযোদ্ধা, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত