শ্রীমঙ্গলে আইডিয়ার উদ্যাগে কর্মশালা ও প্রকল্প রোল আউট সভা

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে স্থানীয় সরকার কর্তৃক প্রণীত পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশলপত্র ও তা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা ও প্রকল্প রোল আউট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর সুর ব্রাক লার্নিং সেন্টারে সিমাভী ও ওয়াটার এইড-এর সহযোগিতায় আইডিয়া কর্তৃক বাস্তবায়িত ওয়াশ-প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া)-এর নির্বাহী সম্পাদক নজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জি, সাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী। আইডিয়া শ্রীমঙ্গলের প্রজেক্ট ডিরেক্টর পঙ্কজ ঘোষ দস্তিদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম এবং পরামর্শ ও দিকনির্দেশনা প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন ওয়াটার এইড বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর এ আমিন। আইডিয়া সংস্থা প্রত্যাশিত ওয়াশ কার্যক্রম বাস্তবায়নে সিমাভী ও ‘ওয়াটার এইড-বাংলাদেশ’-এর সহযোগিতায় ‘চা শ্রমিকদের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিষ্কার পরিচ্ছন্নতা’ বিষয়ে প্রোমোটিং ওয়াশ ফর হার্ড টু রিচ কমিউনিটিস ইনক্লুডিং টি গার্ডেন ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রকল্পটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট, কালিঘাট ও সাতগাঁও ইউনিয়নে বাস্তবায়ন করছে। উল্লেখ্য, বাংলাদেশে সরকারের স্থানীয় সরকার বিভাগ-পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ২০২০ সালে পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশলপত্র সংশোধিত আকারে প্রণয়ন করেছে, কৌশলপত্রটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ, সাংবাদিক ও প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ কর্মশালা ও প্রকল্প রোল আউট সভাটি অনুষ্ঠিত হয়।