তিতাসে পাইপলাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধন

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসে জাতীয় গুরুত্বপূর্ণ বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের সেকশন-এ বাস্তবায়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় আলোচনা সভার পর এ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রুখসানা নাজমা ইছহাক। এ সময় বিশেষ অতিথি ছিলেন, জিটিসিএল-এর মহাব্যবস্থাপক (পরিকল্পনা) প্রকৌশলী আবু সাঈদ মাহমুদ, মহাব্যবস্থাপক (ইএসডি) প্রকৌশলী আইনুল কবির, প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়নে সহযোগী সংস্থা ক্যাসল কন্সট্রাকশন কোম্পানি লিঃ-এর ব্যবস্থাপক মো. মারুফুল আলম। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, জনসম্পৃক্ত কাজে অনেক সমস্যা থাকে। আমরা সবকিছু মাথায় রেখেই এ প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এটি সরকারের একটি মেগা প্রকল্প। জাতীয় স্বার্থ জড়িত। পাইপলাইন সঞ্চালনে যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে, তারা জেলা প্রশাসকের অফিস থেকে তাদের টাকা উত্তোলন করতে পারবেন।