ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তিতাসে পাইপলাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধন

তিতাসে পাইপলাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধন

কুমিল্লার তিতাসে জাতীয় গুরুত্বপূর্ণ বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের সেকশন-এ বাস্তবায়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় আলোচনা সভার পর এ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রুখসানা নাজমা ইছহাক। এ সময় বিশেষ অতিথি ছিলেন, জিটিসিএল-এর মহাব্যবস্থাপক (পরিকল্পনা) প্রকৌশলী আবু সাঈদ মাহমুদ, মহাব্যবস্থাপক (ইএসডি) প্রকৌশলী আইনুল কবির, প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়নে সহযোগী সংস্থা ক্যাসল কন্সট্রাকশন কোম্পানি লিঃ-এর ব্যবস্থাপক মো. মারুফুল আলম। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, জনসম্পৃক্ত কাজে অনেক সমস্যা থাকে। আমরা সবকিছু মাথায় রেখেই এ প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এটি সরকারের একটি মেগা প্রকল্প। জাতীয় স্বার্থ জড়িত। পাইপলাইন সঞ্চালনে যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে, তারা জেলা প্রশাসকের অফিস থেকে তাদের টাকা উত্তোলন করতে পারবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত