ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কেশবপুরে ‘কুমড়ো বড়ি’ তৈরিতে ব্যস্ত নারীরা

কেশবপুরে ‘কুমড়ো বড়ি’ তৈরিতে ব্যস্ত নারীরা

যশোরের কেশবপুরে ‘কুমড়ো বড়ি’ তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বিভিন্ন এলাকার নারীরা। শীত মৌসুমে শুরুতে বিভিন্ন এলাকার নারীরা সকালে ঘুম থেকে উঠে বড়ি তৈরি করার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। নারীদের পাশাপাশি শিশুরা একাজে সহযোগিতা করেন। উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিন গিয়ে দেখা গেছে, গ্রামের নারীরা বড়ি তৈরির কাজ করছেন। উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন, সাগরদাঁড়ি ইউনিয়ন, মজিদপুর ইউনিয়ন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন, মঙ্গলকোট ইউনিয়ন, সদর ইউনিয়ন, পাঁজিয়া ইউনিয়ন, সুফলাকাটি ইউনিয়ন, গৌরিঘোনা ইউনিয়ন, সাতবাড়িয়া ইউনিয়ন, হাসানপুর ইউনিয়নসহ গ্রাম অঞ্চলের নারীরা বড়ি তৈরি করার পর তা শুকিয়ে বাজারে নিয়ে বিক্রি করে থাকেন। কেশবপুর উপজেলার প্রতিটি গ্রামে ‘কুমড়ো বড়ি’ তৈরির যেন উৎসব চলছে। বাড়ির আঙিনা ও আশপাশে মাচা করে সেখানে শুকানো হচ্ছে বড়ি। স্বাদে ও মান ভালো হওয়ায় দিন দিন বেড়েই চলেছে এখানকার বড়ির চাহিদা। বাড়তি আয়ের পথ তৈরি হওয়ায় অন্যান্য কাজের পাশাপাশি বড়ি তৈরি করছেন নারীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত