মডেল উপজেলা করতে নৌকায় ভোট দিন

পীরগঞ্জে স্পিকার

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

জাতীয় সংসদের স্পিকার ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ পীরগঞ্জ আসনের আ.লীগ মনোনীত প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী এমপি নির্বাচনি প্রচারণার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল উপজেলার বড়দরগাহ ইউনিয়নে ভোটারদের সঙ্গে গণসংযোগ করেছেন। স্পিকার এদিন ইউনিয়নের পার্বতীপুর, বড়আমবাড়ী, মথুরাপুর, ছোট মির্জাপুর, শাহপাড়া হাজীপুর, বড়দরগাহ ও গুর্জিপাড়াসহ বিভিন্ন স্থানে নির্বাচনি পথসভা ও গণসংযোগ করেন। এসব পথ সভার বিভিন্ন স্থানে আ.লীগ মনোনীত প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী ছাড়াও আরো বক্তব্য রাখেন আ.লীগের বড়দরগাহ ইউনিয়নের নির্বাচনি সমন্ময়ক পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিলন, বড়দরগাহ ইউনিয়নের চেয়ারম্যান মাফিয়া আক্তার শীলা, আ.লীগ নেতা সাইফুল ইসলাম, আনিছার রহমান প্রমুখ। গণসংযোগকালে উপজেলা ও ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী স্পিকারের সঙ্গে ছিলেন। পথ সভার এক পর্যায়ে মথুরাপুরের পথসভায় স্পিকার বলেন, আমি একজন মহিলা হিসেবে মহিলাদের সমস্যা যতটা বুঝতে পারব, একজন পুরুষ মানুষ ততটা বুঝতে পরবে না। কাজেই আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে একজন মায়ের সহযোগিতা পাবেন। সববিষয় বিবেচনায় রেখে আগামীতে পীরগঞ্জকে একটা মডেল উপজেলা করার ব্যাপারে আপনাদের নৌকা মার্কায় ভোট দিতে হবে। তবেই উন্নয়ন হবে। তাই আগামী ৭ জানুয়ারি ভোটের দিন আপনারা সকলেই ভোট কেন্দ্রে যাবেন এবং নৌকা মার্কায় ভোট দেবেন। যাতে আমি আগামীতে নির্বাচিত হয়ে পীরগঞ্জের উন্নয়নকে আরো এগিয়ে নিতে পারি।