তিতাসে আজ চার লাখ বই পাচ্ছে শিক্ষার্থীরা

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসে বই উৎসবের মাধ্যমে চার লক্ষাধিক নতুন বই পাচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক এবং মাদ্রাসা শাখার শিক্ষার্থীরা। আজ পহেলা জানুয়ারি বই উৎসবের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষার্থীদের হাতে এ বই তুলে দিবে। উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক অধিদপ্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৯৮ হাজার ৫৮৪টি বই এবং এবতেদায়ী শাখায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৬০ হাজার ৪০০ বই এরইমধ্যে উপজেলা থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। অপরদিকে, মাধ্যমিক স্কুল পর্যায়ে অষ্টম শ্রেণির ৩টি এবং নবম শ্রেণির ৪টি বই শিক্ষার্থীরা পাচ্ছে না। তবে এ শাখায় ১ লাখ ৮৭ হাজার বই এরইমধ্যে বিভিন্ন বিদ্যালয়ে পৌঁছানো হয়েছে। মাদ্রাসা পর্যায়ে অষ্টম শ্রেণির ৯টি এবং নবম শ্রেণির ৪টি বিষয়ের বই সরবরাহ করা হয়নি। এগুলো ছাড়া প্রায় ৭৪ হাজার বই বিভিন্ন মাদ্রাসায় পৌঁছানো হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রকিব উদ্দিন আহমেদ জানান, প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী অধিকাংশ বই আমরা স্কুলে স্কুলে পৌঁছে দিয়েছি। সামান্য সংখ্যক বই বাকি আছে, সেগুলো আমরা পেলে তাৎক্ষণিক শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হবে।