আমি নৌকার বিরুদ্ধে নির্বাচন করছি না : ব্যারিস্টার সুমন

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের স্বতন্ত্রপ্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমি নৌকার বিরুদ্ধে নির্বাচন করছি না। আমি নৌকার মাঝির বিরুদ্ধে। গতকাল সকালে চুনারুঘাট সদরে বড়গাঁয়ে নিজ বাস ভবনে আলোকিত বাংলাদেশকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, খেলা হচ্ছে বন্ধু-বন্ধুত্বের, আওয়ামী লীগ-আওয়ামী লীগে না। বিএনপি যদি ভোটে আসত, তাহলে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) হতাম না। আমি নৌকার মাঝির বিরুদ্ধে। আমি শেখ হাসিনার অনুমোদিত স্বতন্ত্র প্রার্থী। তিনি বলেন, বিএনপির জন্য দুঃখ লাগে, তারা নির্বাচনে আসল না। জনপ্রিয়তা থাকলে ভোটে আসলেই মানুষের মন জয় করা যায়। আমি নিজেই তার প্রমাণ। সেদিক বিবেচনা করলে আমার নির্বাচনে আসার উদ্দেশ্য সফল। এ সময় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, নির্বাচনে জয়ী হলে মানুষ আমার মাধবপুর-চুনারুঘাট চিনবে ফুটবলের এলাকা হিসেবে। ওয়ার্ডে ওয়ার্ডে আমি খেলার মাঠ করে দিব। সেখানে বাচ্চারা ফুটবল খেলবে। আমার আসনে আমি কমপক্ষে ৫০ লাখ ফলের গাছ লাগাব। মানুষ আকাশের দিকে তাকালেই চিনবে, এটা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের এলাকা। আওয়ামী লীগ মাহবুব আলীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি প্রতিদিন নির্বাচনি আইনভঙ্গ করেছেন। আমি নির্বাচন কমিশনে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। ভোটারদের ভোটের দিন কেন্দ্রে পাহাড়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা ৭ জানুয়ারি ৭ ঘণ্টা কেন্দ্র পাহাড়া দেবেন। আমি ৫ বছর আপনাদের পাহাড়া দিয়ে রাখব। আর এমপি হলে শুধু নারী শিশু নির্যাতন না, পশু পাখি নির্যাতনকারীদের বিরুদ্ধেও আমি শক্ত ব্যবস্থা নেব।