চুয়াডাঙ্গায় বাড়ছে শীত ও কুয়াশার তীব্রতা

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

পৌষের মাঝামাঝি সময়ে কমেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। কুয়াশা আর উত্তরের হিম হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। সেই সঙ্গে দুদিন ধরে কুয়াশাচ্ছন্ন রয়েছে এ জেলার প্রকৃতি। দুপুর ১২টার পর সূর্যের দেখা মিলছে। আবহাওয়া অফিস বলছে, এ রকম কুয়াশাচ্ছন্ন পরিবেশ এ সপ্তাহজুড়ে থাকবে। গতকাল থেকে নতুন বছরের প্রথম সপ্তাহে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ওপর ঘন কুয়াশার বেল্ট থাকতে পারে, যার ফলে সূর্য দেখা পেতে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে- এ তথ্য জানিয়েছেন চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান। গতকাল সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৬ ডিগ্রি এবং বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। এ সপ্তাহজুড়ে তাপমাত্রা ১২-১৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে। এদিকে আবহাওয়ার এ তারতম্যে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। বিশেষ করে সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত হচ্ছে বেশি।