নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পরামর্শ সভা

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ সূফী আলহাজ্ব খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর আসন্ন ৬০তম বার্ষিকী পবিত্র ওরছ শরীফ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় পাক রওজা শরীফ প্রাঙ্গণে এ পরামর্শ সভার আয়োজন করা হয়। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে সভায় নলতা কেন্দ্রীয় মিশনের সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডা. আফম রুহুল হক এমপি সরকারি কাজে ব্যস্ত থাকায় কেন্দ্রীয় মিশনের সিনিয়র সহ-সভাপতি ডা. আফতাবুজ্জামান সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত অন্তে সভায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব ড. কাজী আলী আজম বীর মুক্তিযোদ্ধা। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মিশনের সহ-সভাপতি আলহাজ্ব মাস্টার সাঈদুর রহমান, কার্যকরী সদস্য মো: মালেকুজ্জামান ও যুগ্ম সম্পাদক ডা. নজরুল ইসলাম। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো: হাবিবুর রহমান। পরামর্শ সভায় কেন্দ্রীয় মিশন ও শাখা মিশনসমূহের নেতৃবৃন্দ ও ভক্ত অনুসারীবৃন্দ উপস্থিত ছিলেন।