ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

মুন্সীগঞ্জ-১ আসনের শ্রীনগরে নির্বাচনি আচরবিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থীর ট্রাক ও তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের ক্যাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করে আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মুন্সীগঞ্জ-১ আসনের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীত্তন এলাকায় নৌকা প্রতীর প্রার্থীর, ট্রাক প্রতীর প্রার্থীর ও সোনালি আঁশ প্রতীকের প্রার্থীর ক্যাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ। এ সময় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ১৩ ধারায় নির্ধারিত সময়ের পূর্বে উচ্চ শব্দে নির্বাচনি প্রচারণা করার অপরাধে মুন্সীগঞ্জ-১ আসনের শ্রীনগর উপজেলার কয়কীত্তন এলাকা থাকা নৌকা প্রতীকের দুই ক্যাম্পে আড়াই হাজার করে ৫ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের ক্যাম্পে ৫ হাজার টাকা ও তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীকের প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে ৫ হাজার টাকা মোট ৪টি মামলায় ১৫ হাজার আর্থিক জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত