পাবনা-১ আসনে সংঘর্ষ

আসামিদের গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় এজহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করার দাবীতে স্মারকলিপি প্রদান করেছেন করমজা ইউনিয়ন আওয়ামী লীগ ও এলাকাবাসীর পক্ষে চেয়ারম্যান হোসেন আলী বাগচি। গত সোমবার সন্ধ্যায় করমজা ইউনিয়নের শত শত নেতা কর্মী ও এলাকাবাসী এক বিক্ষোভ মিছিল নিয়ে সাঁথিয়া থানা চত্বরে এসে অবস্থান নেয়। পরে উপজেলা নেতারা সঙ্গে নিয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জের নিকট স্মারকলিপি দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, সহ-সভাপতি রবিউল করিম হিরু, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, চেয়ারম্যান হোসেন আলী বাগচি, আওয়ামী লীগ নেতা আবু দাউদ নান্নু, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলামসহ শত শত নেতা কর্মী। স্মারকলিপিতে বলা হয়। গত ২৯ ডিসেম্বর ৬৮, পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক) আসনে সাঁথিয়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর সমর্থকরা হোন্ডা বহর নিয়ে যাওয়ার সময় বোয়ালমারী বাজারে এসে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিতভাবে হামলা চালিয়ে হোন্ডা ভাঙচুর ও নেতাকর্মীরা মারাত্মক জখম করে। এ বিষয়ে সাঁথিয়া থানায় মামলা হয় যার নং ২৮/৩১৬। তারা বলেন, দৃর্বৃত্তরা এহেন ঘৃণ্য কর্মকাণ্ড করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। ন্যায় বিচারের স্বার্থে এজহারভুক্ত আসামিদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান এলাকাবাসী। এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, স্মারকলিপি পেয়েছি। আসামি গ্রেপ্তারে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।