অগ্নিকাণ্ডে পুড়ল উন্নতজাতের ছাগল, হাঁস-মুরগি

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে গত সোমবার রাতে একটি খামারে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে উন্নতজাতের ছাগল, চিনা হাঁস ও মুরগি। উপজেলার আটাবহ ইউনিউনের গোসাত্রা চৌধুরীটেক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন ওই খামারি। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত খামার মালিক সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিউনের গোসাত্রা চৌধুরীটেক এলাকার পিয়াস মন্ডলের খামারে গত সোমবার রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ এক পাশে আগুন জ্বলে উঠে। মুহুর্তের মধ্যে আগুন পুরো খামারে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগেই প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান স্থানীয় লোকজন। ততক্ষণে ওই খামারের টিন সেড ঘর, ঘরের ভেতরে থাকা গাভীন ও বাচ্চাসহ তোতাপরি ও হরিয়ানাক্রস জাতের ২৬টি ছাগল, ২টি মুরগি ও ৫টি চিনা হাঁস পুড়ে যায়। আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ওই খামারী নিঃস্ব হয়ে পড়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই খামারে আগুনের সুত্রপাত ঘটে। খবর পেয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা লুৎফর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন শাকিল মোল্লা, আটাবহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কেএম ইব্রাহিম খালিদ ও ইউপি সদস্য আব্দুল লতিফ ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত খামারী পিয়াস মন্ডল জানান, কয়েক বছর আগে প্রথমে ৩-৪টি ছাগল দিয়ে খামার শুরু তার। এরপর ধীরে ধীরে তার খামারটি বড় হতে থাকে। তিনি দুটি এনজিও থেকে ৪ লাখ টাকা ঋণ নিয়ে রাজশাহী থেকে উন্নত জাতের ৩০টি ছাগল কিনেন। এর সঙ্গে কয়েকটি হাঁস-মুরগিও প্রতিপালন করতেন। কিন্তু আগুনে ২৬টি ছাগল, ২টি মুরগি ও ৫টি চিনা হাঁস পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা লুৎফর রহমান জানান, ৩০টি ছাগলের মধ্যে ৪টি জীবিত আছে। সেগুলোকে সর্বাত্মক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ইউএনও স্যারের কাছে আবেদন করলে ওই খামারিকে আর্থিক সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হবে।