ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্কুলছাত্রীকে অপহরণ

স্কুলছাত্রীকে অপহরণ

নওগাঁর ধামইরহাটে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ অভিযোগ দায়ের করেন অপহৃত ছাত্রীর বাবা।

গতকাল দুপুরে আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহারে হিসেবে গ্রহণ করে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার। আদালত সূত্রে জানা যায়, অপহরণের শিকার শিশুটি জেলার সাপাহার উপজেলার জামালপুর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

সে নানির বাড়ি থেকে পড়াশোনা করত। ২০২৩ সালের ৮ ডিসেম্বর সাপাহার থানার জামালপুর ফকিরপাড়া গ্রামের জনৈক জাহানারার বাড়ির সামনে থেকে ফুসলিয়ে অটোরিকশা (সিএনজি) যোগে পাঁচজন আসামি পরস্পর যোগসাজসে স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ করে। পরে অভিযোগটি এজাহারে হিসেবে গ্রহণ করে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত