ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চুরি যাওয়া মোটরসাইকেল মালিকের কাছে হস্তান্তর

চুরি যাওয়া মোটরসাইকেল মালিকের কাছে হস্তান্তর

চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে চুরি যাওয়া ১৩টি মোটরসাইকেল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উদ্ধারের পর প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। গত ২০ ডিসেম্বর চাঁদপুর সদর মডেল থানায় চুরি যাওয়া একটি মোটরসাইকেলের মামলার সূত্র ধরে পৃথক দুটি অভিযানে এসব মোটরসাইকেল উদ্ধার হয়। গতকাল দুপুরে পিবিআই চাঁদপুর জেলা কার্যালয়ে মোটরসাইকেলের প্রকৃত ৫ জন মালিক উপস্থিত হন। তারা এসব মোটরসাইকেলে আদালতের আইনি পক্রিয়া শেষে নিয়ে যেতে পারবেন। মোটরসাইকেলের প্রকৃত মালিকরা হলেন ঢাকা খিলগাঁও এলাকার মোয়াজ্জেম হোসেন মনির, ফরিদগঞ্জের সন্তোষপুরের মাওলানা মো. আব্দুল আজিজ, একই উপজেলার ব্যবসায়ী মো. ইউসুফ, শিক্ষক হাফেজ মো. মাহমুদুল হাসান ও লক্ষ্মীপুর জেলার মোবাইল ব্যবসায়ী রাজিব। মোটরসাইকেল পেয়ে প্রকৃত মালিকরা পিবিআইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পিবিআই খুবই দক্ষতার সঙ্গে চোর চক্রের সন্ধান পেয়েছে। প্রযুক্তি ব্যবহার করে তাদের এই ধরনের কার্যক্রম আমাদের চুরি যাওয়া মোটরসাইকেল পেতে সহজ হয়েছে। পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ জানান, চুরি যাওয়া মোটরসাইকেলগুলো পিবিআই উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম মীর মতলব উত্তর ও মেঘনার পশ্চিমে বোরচর থেকে উদ্ধার করেন। মোটরসাইকেলের নম্বরগুলো পিবিআই চাঁদপুরের অফিসিয়াল পেজে প্রকাশ করা হয়। এরপর থেকে প্রকৃত মালিকরা আমাদের সাথে যোগাযোগ করে। তারই পরিপ্রেক্ষিতে আমরা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছি। এই পর্যন্ত ৬ জন মালিক চিহ্নিত হয়েছে। তিনি আরো জানান, চাঁদপুরে মোটরসাইকেল চোর চক্রের একটি বড় চক্র রয়েছে। এতে রয়েছে শতাধিক সদস্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত