নির্বাচন নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সভা

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নেত্রকোনা প্রতিনিধি

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহের নীতিমালা (সংশোধিত) সংক্রান্ত এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের পক্ষ হতে এই সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় নির্বাচন চলাকালে সাংবাদিকদের করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয়ে ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অমিনেষ সোম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশিক নূর, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সালসহ প্রশাসনের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ পারভেজ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনের প্রতি দেশ বিদেশের জনগণের ব্যাপক আগ্রহ রয়েছে। একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তিনি সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।