ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোট দিন : স্পিকার

উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোট দিন : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ পীরগঞ্জ আসনের আ.লীগ মনোনীত প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। এর সুবিধা পাচ্ছে জনগণ। আর অন্ধকারে থাকতে হয় না, ছেলে মেয়েদের লেখাপড়ায় সমস্যা হয় না। এ ছাড়া বহুমুখী কাজে বিদ্যুৎ ব্যবহার করে অনেকে অর্থনৈতিকভাবে উন্নতি করছে। নির্বাচনি প্রচারণার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নে ভোটারদের সঙ্গে গণসংযোগকালে পথ সভার এক পর্যায়ে শরিফপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে স্পিকার এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কারণে এখন সবার হাতে মোবাইল ফোন। এখন আর কাউকে খুঁজতে হয় না। মোবাইল ফোন নষ্ট হলে তা মেরামত করে অনেকে টাকা উপার্জন করছে। অগে তো এই সুবিধাগুলো ছিল না। এ ছাড়া মোবাইল দিয়ে আমরা অনেক কাজ করতে পারছি। জনগণের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী অনেক কাজ করছেন। এখন মানুষ বিধাব ভাতা পাচ্ছে, প্রতিবন্ধী ভাতা পাচ্ছে, বয়স্ক ভাতা পাচ্ছে, ছেলেমেয়েরা উপবৃত্তি পাচ্ছে, এই যে সরকারের এত আর্থিক অনুদ্বান, এ গুলো সবই করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একটা ইউনিয়নের প্রায় ৬ হাজার মানুষ কোনো না কোনোভাবে সরকারের সুবিধা পান। তাই এ উন্নয়ন ধরে রাখতে হলে নৌকামার্কায় ভোট দিতে হবে। পথ সভায় স্পিকার আগামী ৭ জানুয়ারি সকলকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। স্পিকার এ দিন ইউনিয়নের পানবাড়ী, মির্জাপুর, শরিফপুর, চেতনাপাড়া, ভুচুবাড়ী, মহেষপুর ও সর্বশেষ ভেন্ডাবাড়ী গোলচত্বর মাঠে পথ সভাসহ বিভিন্ন স্থানে নির্বাচনি পথসভা ও গণসংযোগ করেছেন। এ সব পথ সভার বিভিন্ন স্থানে আ.লীগ মনোনীত প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী ছাড়াও আরো বক্তব্য রাখেন আ.লীগের ভেন্ডাবাড়ী ইউনিয়ন আ.লীগের সভাপতি মঞ্জুর হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক চেয়ারম্যান সাদেকুল ইসলাম প্রমুখ। গণসংযোগ কালে উপজেলা ও ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের বেশসংখ্যক নেতাকর্মী স্পিকারের সঙ্গে ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত