বিএনপি-জামায়াত সন্ত্রাসী কাজে আর আ.লীগ উন্নয়নে

তেঁতুলিয়ায় রেলমন্ত্রী

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পঞ্চগড় প্রতিনিধি

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি-জামায়াত নির্বাচনে না এসে বিরোধিতা করছে। কেননা, বিএনপি-জামায়াত সন্ত্রাসী কাজ করে ক্ষমতায় যেতে চায়। আর আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে বিশ্বাসী। গত মঙ্গলবার রাতে তেঁতুলিয়ায় পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনের নৌকার প্রার্থী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তার নির্বাচনি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেলমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের সময় আমেরিকা কিংবা যেসব বিত্তশালী দেশ আমাদের সাহায্য-সহযোগিতা করেনি, যারা চায়নি বাংলাদেশ হোক তারাই আজ বিএনপি-জামায়াতের পক্ষ নিয়ে বিরোধিতা করছে। তারা বিশ্বকে দেখাতে চায় দেশের ৮০ ভাগ মানুষ শেখ হাসিনার পক্ষে নেই। কাজেই কোনো প্রকার দ্বিধা ও কুপ্রবঞ্চনায় না পড়ে, আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী নাঈমুজ্জামান মুক্তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। তিনি আরো বলেন, আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ার অনেক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকারের পরিকল্পনায় ভারত, নেপাল, ভুটানে ট্রেন সংযোগ হচ্ছে। এই বাংলাবান্ধা স্থলবন্দর থেকে মংলা স্থলবন্দর, সমুন্দ্র বন্দর, খুলনা থেকে মংলা রেললাইন হয়েছে। কল্যাণপুর থেকে মালামাল বাংলাবান্ধা থেকে নেপালে যাবে, ভারতে যাবে। এভাবে আগামী ২০৩০ সালের মধ্যে আমরা এ দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আগামী ২০৪১ সালের মধ্যে এই বাংলাদেশকে আমরা উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চাই। চা শিল্প নিয়ে রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে এই পঞ্চগড় সমতলের চা শিল্পে বিকাশ ঘটেছে। কিন্তু আমাদের কিছু নেতা সিন্ডিকেট করে চা চাষিদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে। চা শিল্পকে কেন্দ্র করে দেশের তৃতীয় নিলাম কেন্দ্র উদ্বোধনের সময়ও আমি চা চাষিদের সমস্যার কথা বলেছি। একটি পিয়নের চাকরি নিতেও টাকা দিতে হয়। এ সময় পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা বলেন, ‘হামেরা গড়িমো হামার পঞ্চগড়’ শীর্ষক আঞ্চলিক ইশতেহার ঘোষণা করেছি। এখানে বন্ধ চিনিকল চালু, মেডিকেল কলেজ স্থাপন, কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপন, পঞ্চগড় শহর বিকল্প সড়ক সেতু নির্মাণ এবং চা চাষিদের সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেছি। তাই আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় একটি করে ভোট ভিক্ষা চাচ্ছি। নির্বাচনি সভায় তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর মন্ডলের সভাপতিত্বে কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবীর উজ্জ্বল। এ সময় বক্তারা নাঈমুজ্জামানকে একজন সৎ, যোগ্য, দক্ষ সংগঠক ও তরুণ প্রার্থী হিসেবে অভিহিত করে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।