ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পোলিং এজেন্টদের প্রশিক্ষণ

পোলিং এজেন্টদের প্রশিক্ষণ

ঝিনাইদহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল সকালে শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা নির্বাচন অফিস।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ অন্যরা পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেন। ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্যে জানা যায়, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৪টি আসনে মোট ভোটার ১৫ লাখ, ১ হাজার ১৮৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৫১৯ জন, মহিলা ভোটার রয়েছে ৭ লাখ ৪৬ হাজার ৬৫৮ জন। গত একাদশ বির্নাচনে ভোটার সংখ্যা ছিল ১৩ লাখ ৪২ হাজার ৩৩০ জন। যা গত একাদশ নির্বাচনের তুলনায় দ্বাদশ নির্বাচনে ১ লাখ ৫৮ হাজার ৮৫৯ জন নতুন ভোটার বৃদ্ধি পেয়েছ। এছাড়া জেলায় মোট ১২ জন তৃতীয় লিঙ্গের (হিজরা) ভোট রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত