ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নেত্রকোনা-৫

স্বতন্ত্র প্রার্থীর প্রচার কেন্দ্র ভাঙচুর ৪৪ জনকে আসামি করে মামলা

স্বতন্ত্র প্রার্থীর প্রচার কেন্দ্র ভাঙচুর ৪৪ জনকে আসামি করে মামলা

জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে স্বতন্ত্র প্রার্থী মো: মাজহারুল ইসলাম সোহেল ফকিরের (ট্রাক) নির্বাচনি প্রচার কেন্দ্রে হামলা, ভাঙচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থী আহমদ হোসেনের (নৌকা) কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় ৯ জন কর্মী ও সমর্থক আহত হয়েছেন বলে দাবি স্বতন্ত্র প্রার্থীর। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৮টা টর্যন্ত বিভিন্ন সময়ে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেনসহ ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী রাসেল মিয়া। হামলার ঘটনার প্রতিবাদে গতকাল স্বতন্দ্র প্রাথী মো: মাজহারুল ইসলাম সোহেল ফকির তার নিজ গ্রাম জুরলি এলাকায় সংবাদ সম্মেলন করেছেন। এ সময় আওয়ামী লীগের প্রার্থী আহমদ হোসেনের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লংঘনের অভিযোগ করা হয়। নেত্রকোনা জেলা পুলিশের পক্ষ হতে গতকাল এই অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মো: মাজহারুল ইসলাম সোহেল ফকির বলেন, সন্ধ্যা থেকে একের পর এক অন্তত: ১০টি প্রচার কেন্দ্রে অস্ত্রশস্ত্র নিয়ে নৌকার কর্মীরা হামলা চালায়। কেন্দ্রসমূহের অবস্থান হচ্ছে উপজেলার বাদে বুটিকা, ইচুলিয়া, শিমুলকান্দি ও ভবেরবাজারসহ অন্যান্য এলাকায়। হামলার ঘটনায় আহত হয়েছে রকিব মিয়া, তুষার, সুমন, মোফাজ্জল মিয়া, শাকিল মিয়া, রোমান মিয়া, নজরুল ইসলাম, বোরহান উদ্দিন ও গোলাম মোস্তফা। বোরহান উদ্দিন ও গোলাম মোস্তফাকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে মোবাইলে কয়েকবার ফোন দিয়েও আহমদ হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান গতকাল জানান, গতকাল রাতে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর প্রচার কার্যালয়ে হামলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তারা হাতবোমারও বিস্ফোরণ ঘটায়। হামলায় কয়েকজন আহত হন। এ ঘটনায় নৌকার ৪৪ কর্মীকে আসামি করে থানায় মামলা হয়েছে। এলাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শান্তি বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্সে কাজ করছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনসহ সার্বিকবিষয় তত্ত্বাবধান করছেন। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত