ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মিথ্যা ধর্ষণ মামলা করে কারাগারে নারী

মিথ্যা ধর্ষণ মামলা করে কারাগারে নারী

নওগাঁয় ধর্ষণের মিথ্যা মামলা করে আসামিপক্ষকে ফাঁসানোর অভিযোগে এক নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মেহেদী হাসান তালুকদার এ নির্দেশ দেন। আদালত সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার লক্ষণপাড়া গ্রামের তরিকুল ইসলামের মেয়ে ফাতেমা একই উপজেলার শংকরপুর চকনোয়াই গ্রামের মতিবুল ইসলামের বিরুদ্ধে ২০১৮ সালের ১১ জুলাই ধর্ষণ মামলা করেন। পরবর্তী সময়ে ট্রাইব্যুনাল সাতজন সাক্ষীর সাক্ষ্য নেন। এতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চলতি বছরের ২৭ আগস্ট সব আসামিকে খালাস দেন। তবে মামলা চলাকালেই শাহিনুর আলম নামের এক আসামি ফাতেমাকে বিয়ে করে খালাস পান। এদিকে, মিথ্যা মামলার কারণে শারীরিক, আর্থিক ও মানসিক ক্ষতি হয়েছে দাবি করে ২০২৩ সালের ২৯ নভেম্বর ফাতেমার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করেন ভুক্তভোগী মতিবুল। বিচারক মেহেদী হাসান তালুকদার অভিযোগটি আমলে নিয়ে মিথ্যা মামলা করায় ওই নারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গতকাল আদালতে হাজির হয়ে ফাতেমা জামিন আবেদন করলে বিচারক উভয়পক্ষের শুনানি নেন। পরে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফাতেমার পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট জাহিদুর রহমান জাহিদ। আর রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন বিশেষ সরকারি কৌঁসুলি মকবুল হোসেন।

আইনজীবী মকবুল হোসেন বলেন, ওই নারী মিথ্যা মামলা করায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গতকাল তিনি জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত