গাছে গাছে আমের মুকুল

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় গাছে গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। চলতি মৌসুমে এ জেলায় ২ হাজার ৩০৪ হেক্টর জমিতে আমের আবাদ (বাগান) হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় এবারের মৌসুমে ৩০ হাজার ৮১৩ টন আম উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। কৃষকদের সচেতনতা আর আবহাওয়া অনুকূলে থাকলে চুয়াডাঙ্গা জেলায় এবারও আমের বাম্পার ফলন হবে বলে জানালেন কৃষিবিদরা। এতে করে চুয়াডাঙ্গার উৎপাদিত আম জেলার চাহিদা পূরণ করে দেশ ও দেশের বাইরেও রপ্তানি করা সম্ভব হবে। কৃষি সম্প্রসারণ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় ২ হাজার ৩০৪ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭২০ হেক্টর, আলমডাঙ্গায় ২২০ হেক্টর, দামুড়হুদায় ৭৩৯ হেক্টর ও জীবননগর উপজেলায় ৬২৫ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। চুয়াডাঙ্গা জেলায় সব মিলিয়ে প্রায় ১০ লাখ আম গাছ রয়েছে। এর মধ্যে হিমসাগর, আম্রপালী, ন্যাংড়া, বোম্বাই, ফজলি ও মল্লিকাসহ বিভিন্ন জাতের আম গাছ রয়েছে।