শিকারির বাড়ি থেকে পাঁচটি পাখি উদ্ধার

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক পাখি শিকারির বাড়িতে অভিযান চালিয়ে পাখি ধরার সরঞ্জামসহ তিন প্রজাতির পাঁচটি শিকারি পাখি উদ্ধার করেছে বন বিভাগ। এই পাখিগুলোকে কাজে লাগিয়ে পাখি ধরে বাজারে বিক্রি করতেন আজিজ মিয়া নামের ওই শিকারি। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার বিরাইমপুর এলাকার আজিজ মিয়ার বাড়ি থেকে এই পাখিগুলো উদ্ধার করা হয়। পাখিগুলোর মধ্যে ছিল একটি ডাহুক, তিনটি তিলা ঘুঘু ও একটি কোড়া পাখি। বনবিভাগের অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন ওয়াইল্ডলাইফ জুনিয়র স্কাউট সুব্রত সরকার, তাজুল ইসলাম প্রমুখ। মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে শহরের বিরাইমপুর এলাকায় আজিজ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করি। তিনি আমাদের কাছে মুচলেকা দিয়েছেন যে, তিনি আর কখনো পাখি ধরবেন না। আমরা পাখি ধরার সরঞ্জামসহ পাখিগুলোকে উদ্ধার করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে এসেছি। পাখিগুলোকে পর্যবেক্ষণ করে শিগগিরই অবমুক্ত করা হবে।