ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নওগাঁয় নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু

নওগাঁয় নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু

নওগাঁয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা পর্যায়ে ভোটের সরঞ্জাম ব্যালট পেপার, সিল ও সিলপ্যাড বিরতণ শুরু হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে জেলা ট্রেজারি শাখা থেকে এসব সরঞ্জাম বিতরণ শুরু হয়। স্ব স্ব উপজেলা থেকে নিয়োজিত কর্মকর্তারা পুলিশ ও আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় এসব সরঞ্জাম নিয়ে যান। জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, জেলার ১১টি উপজেলায় ছয়টি আসন। এর মধ্যে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক গত ২৯ ডিসেম্বর মারা যাওয়ায় ওই আসনটিতে নির্বাচন বাতিল ঘোষণা করা হয়। বর্তমানে পাঁচটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ২৯ প্রার্থী। পাঁচটি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৬৩ হাজার ১৫৯ জন। যেখানে ৬৫০টি কেন্দ্রে ৪ হাজার ১১১টি কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হবে। প্রতিটি কক্ষে একটি করে ব্যালট বাক্স এবং অতিরিক্ত আরো একটি করে বাক্স থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত