ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে হাড় কাঁপানো শীত

দিনাজপুরে হাড় কাঁপানো শীত

দিনাজপুরের ফুলবাড়ীতে দিন ও রাতে তাপমাত্রা সামান্য বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা একটু বাড়লেও হাড় কাঁপানো শীত অব্যাহত রয়েছে। গতকাল সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.০ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৯৭ শতাংশ ও বাতাসের গতি শূন্য নটস এবং সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.০ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৮৩ শতাংশ ও বাতাসের গতি ১ নটস রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া দপ্তর। গত বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ এবং বাতাসের গতি ছিল শূন্য নটস। গত বৃহস্পতিবারের চেয়ে গতকাল শুক্রবার সামান্য তাপমাত্রা বেড়েছে। এ দিকে সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় গোটা এলাকা। রাতভর বৃষ্টির মতো ঘন কুয়াশা ঝরে। সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। গতকাল সকাল ১০টার পর পরই সূর্যের দেখা মিললেও হিমশীতল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছিল। দিনাজপুর আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, গতকাল সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৮৩ শতাংশ ও বাতাসের গতি ১ নটস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ এবং বাতাসের গতি ছিল শূন্য নটস। ১০ ডিগ্রির নিচে তাপমাত্রাকে শৈত্যপ্রবাহ বলা হয়। তবে এ তাপমাত্রার স্থায়িত্বকাল অন্তত তিন দিন না থাকলে শৈত্যপ্রবাহ বলা যাবে না। সে কারণে বর্তমানে দিনাজপুর জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত