নির্বাচনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

রাঙামাটি এসপি

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাঙামাটি প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ। গতকাল সকালে রাঙামাটি নিউ পুলিশ লাইন্স মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাঙামাটি জেলা পুলিশের আয়োজনে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্য এবং আনসার সদস্যদের মাঝে আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিংয়ে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে যা কিছু দরকার সব করা হবে। এজন্য নির্বাচন ডিউটিতে কর্মরত সব পুলিশ সদস্য ও আনসার সদস্যদের দিকনির্দেশনা দিয়ে তিনি সবাইকে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করার জন্য নির্দেশ দেন। এ সময় রাঙামাটি পার্বত্য জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট ফয়জুল বারী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএমণ্ডপিপিএম, ডিআইও-১, ডিএসবি এসএম মোসাদ্দেকুল মওলা, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলীসহ পুলিশ সদস্য ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।