বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার জেলার বাকেরগঞ্জ ও গৌরনদী উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন- পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসিন্দা মৃত মোতালেব মেলকারের ছেলে এমএম মঞ্জুর রহমান (৫০) ও চর শরিকল এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রতন সিকদারের ছেলে শফিকুল ইসলাম (৩৫)। বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল জানান, সকালে ঢাকা থেকে পটুয়াখালীর দশমিনা উপজেলার উদ্দেশে আসছিল একটি বাস। বাসটি বাকেরগঞ্জ উপজেলার যাদুরহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী মঞ্জুরের মৃত্যু হয়।

এ ঘটনায় বাসের আরও ছয় যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছেন। অপরদিকে গৌরনদী মডেল থানার এসআই মজিব রহমান স্থানীয় ইউপি সদস্য মো. বাবুলের বরাত দিয়ে জানান, ভোরে মোটরসাইকেল নিয়ে উপজেলার ডিসি রোড দিয়ে আসছিলেন শফিকুল। সড়কের মৃধা বাড়ি স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।