ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লাঠি ভর করে ভোট দিলেন সুপিয়া ও জাহেদ

লাঠি ভর করে ভোট দিলেন  সুপিয়া ও জাহেদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈশ্বরদীতে ৮০ বছর বয়সি ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের আশনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাহিদ মন্ডল ও ছলিমপুর ইউনিয়নের ভাষা শহীদ বিদ্যানিকেতন কেন্দ্রে সুপিয়া খাতুন ৭০ বছরের বৃদ্ধা লাঠিতে ভর করে ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছেন। গতকাল সকাল ১১টার দিকে উপজেলার আশনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবেশী এক নারীর সহযোগিতায় লাঠি ভর করে ভোট দিতে আসেন বৃদ্ধ জাহিদ মন্ডল। তার বাড়ি সাড়া ইউনিয়নের আশনা গ্রামে। এ সময় জাহিদ মন্ডল বলেন, নিজের ভোট নিজে দিতে এসেছি। ভালোভাবে ভোট দিছি। বয়স অনেক হইছে। এই বয়সে লাঠিতে ভর করে ভোট দিতে পেরে অনেক ভালো লাগতাছে। জানি না সামনে ভোট দিতে পারব কি না, হয়তো বা এটাই আমার শেষ ভোট। মরণের আগে শেখ মুজিবের নৌকা মার্কায় একটা ভোট দিয়ে গেলাম। দুপুর ৩টায় ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের ভাষা শহীদ বিদ্যানিকেতন কেন্দ্রে লাঠিতে ভর করে ভোট দিতে আসেন সুফিয়া বেগম। তার বাড়ি উপজেলার সলিমপুর ইউনিয়নের চর মিরকামারী গ্রামের গাং মাথার পাড়া। সুপিয়া খাতুন বলেন, ভোট আমার নাগরিক অধিকার তাই ভোট দিতে এসেছি। জীবনে আর ভোট দিতে পারব কি না, তাই ভোট দিতে এসেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত