ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা

বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা

সারা দেশের মতো নওগাঁয় শীতের আমেজ বইছে। এ কারণে হাসপাতালে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রোগীদের সংখ্যা বাড়ছে। বিশেষ করে হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেড়েছে কয়েকগুণ। হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ায় চিকিৎসক ও নার্সদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা যায়, নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল হলেও এর কার্যক্রম চলে ১০০ বেডের এবং জনবল রয়েছে ১০০ বেডের। এখানে হাসপাতালের পঞ্চম তলায় শিশু ওয়ার্ডে বেডের সংখ্যা ১২টি হলেও ভর্তি রয়েছে ৫০ জন। ষষ্ঠ তলায় মেডিসিন নারী ওয়ার্ডে ২৬টি বেডের বিপরীতে চিকিৎসা নিচ্ছে ৬৬ জন এবং সপ্তম তলায় পুরুষ ওয়ার্ডে ২৫ বেডের জায়গায় ৬৪ জন। হাসপাতালের পক্ষ থেকে অতিরিক্ত বেডের ব্যবস্থা করা হয়েছে। তারপরও বেড সংকুলান না হওয়ায় অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। শীতজনিত ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছে। হাসপাতালে ভর্তি রয়েছে ২৩০ জন রোগী। প্রতিদিনই ১৫-২০ জন নতুন রোগী ভর্তি হচ্ছে। এছাড়া আউটডোরে শীতজনিত রোগে প্রতিদিনই ১০০-১৫০ রোগী চিকিৎসাসেবা নিচ্ছে। শহরের সুলতানপুর মহল্লার বাসিন্দা মনোয়ারা বেগম বলেন, তার দুই বছরের বাচ্চা হঠাৎ করে বিকালে বমি করে। পরে সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, শীতজনিত কারণে হাসপাতালে স্বাভাবিকের তুলনায় রোগীর সংখ্যা কিছুটা বাড়ছে। আমরা আমাদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি রোগীদের। শীতের গরম পোশাক পরিধান করাসহ ও ঠান্ডা খাবার না খাওয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত