ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গাইবান্ধা-৩ আসনে জামানত হারালেন আটজন

গাইবান্ধা-৩ আসনে জামানত হারালেন আটজন

গত রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে আট প্রার্থী হারালেন তাদের জামানত। গতকাল গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। ওই নির্বাচনে পরাজিত হয়ে জামানত হারালেন- কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ। তিনি পেয়েছেন ৫৪৯ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দলের মশাল প্রতীকে এসএম খাদেমুল ইসলাম খুদি পেয়েছেন ৭ হাজার ১৬৭ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মইনুর রাব্বী চৌধুরী পেয়েছেন ৭ হাজার ৪৬৫ ভোট। ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকে জাহাঙ্গীর আলম পেয়েছেন ১৫০ ভোট। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের নোঙ্গর প্রতীকে মনজুরুল হক পেয়েছেন ২২৫ ভোট। বাংলাদেশ কল্যাণ পার্টির হাতঘড়ি প্রতীকে মাহামুদুল হক পেয়েছেন ২ হজার ১৮৩ ভোট। কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকে মোস্তফা মনিরুজ্জামান পেয়েছেন ১৮৭ ভোট ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাহারিয়া খাঁন বিপ্লব- ট্রাক প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৯২ ভোট। গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুলের স্বাক্ষরিত বেসরকারি ফলাফল সিটে জানানো হয়, গাইবান্ধা-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৮৭৬। এর মধ্যে বৈধ্য ভোটের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৮০৪। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। এ বিধি মোতাবেক ওই ৮ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

এদিকে গত রোববার আসনটিতে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি। তিনি দ্বিতীয়বারে পুনরায় নির্বাচিত হলেন। এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, অনুষ্ঠিত নির্বাচনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত