ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুর ১

স্বতন্ত্র প্রার্থীর জয়

স্বতন্ত্র প্রার্থীর জয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জাকারিয়া জাকা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫১৬ ভোট। তিনি বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌর্কার প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল ১ লাখ ৬ হাজার ৪৯৯ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা ৯ হাজার ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। গত রোববার রাত ১০টায় দিনাজপুর জেলা নির্বাচন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাকিল আহমেদ বেসরকারি হিসেবে ঘোষণা করেছেন। দিনাজপুর-১ বীরগঞ্জ কাহারোল আসনে মোট ১২৩টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৯২ হাজার ৮২৬ ভোটারের বিপরীতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সুষ্ঠু তদারকির কারণে এ আসনে সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তি পূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হওয়ার ফলে নতুন ও প্রবীণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত