‘সুমন হিসেবেই থাকতে চাই’

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমি আপনাদের কাছে সারা জীবন সুমন ভাই হিসেবে বেঁচে থাকতে চাই। আমাকে আপনারা ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। কিন্তু আমি আপনাদের সুমন ভাই। গত রোববার চুনারুঘাটে নিজ বাস ভবনে সমর্থকদের উদ্দেশ্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, আমাকে এমপি সাহেব বলে ডাকবেন না, আমার বয়সে যারা বড় তারা আমাকে সুমন বলে ডাকবেন। আর ছোটদের কাছে আমি সুমন ভাই, ব্যারিস্টার ভাই হিসেবে সারা জীবন থাকতে চাই। আমাকে আপনারা যে ফুলের মালা দিয়েছেন তার দেওয়া লাগবে না। কেউ কেউ আমাকে যে টাকা দিয়ে মালা দিয়েছেন সেই টাকা দিয়ে গরিব মানুষের পাশে দাঁড়ান। আমি ফুলের মালা পাওয়ার জন্য নির্বাচিত হই নাই। আমি নির্বাচিত হয়েছি, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার জন্য। আমি কাজের মানুষ, কাজ করতে চাই। আপনারা আমাকে সব সময় পরার্মশ দিয়ে সহযোগিতা করবেন। আমি মাধবপুর-চুনারুঘাট উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমরা প্রমাণ করে দিব, আমরা বদলে দিতে পারি। এ সময় তিনি বলেন, নৌকা প্রতীকে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী (এমপি) অ্যাডভোকেট মাহবুব আলী, আমি তাকে কৃতজ্ঞতা জানাই। পরবর্তী সময়ে তাকে সঙ্গে নিয়েই তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করব। এ সময় সংবাদকর্মী, মাধবপুর-চুনারুঘাট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।