জাল ভোটারের ভিডিও সংগ্রহ

সাংবাদিকের ওপর হামলা

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজ ভোটকেন্দ্রে পেশাগত দায়িত্ব পালন করার সময় কতিপয় দুষ্কৃতকারী কর্তৃক হামলার শিকার হয়েছেন দুমকি প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আলোকিত বাংলাদেশ-এর দুমকি উপজেলা প্রতিনিধি মো: রাকিবুল হাসান। এমন ন্যাক্করজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সর্ব মহল। জানা যায়, গত রোববার বিকাল সাড়ে ৩টায় দুমকির সরকারি জনতা কলেজ ভোটকেন্দ্রে জাল ভোট দেয়ার সময় ম্যাজিস্ট্রেটের কাছে এক নারী ধরা পড়ার ছবি ও ভিডিও ধারণ করার পরে কেন্দ্র এলাকা থেকে বের হওয়ার সময় কতিপয় দুষ্কৃতকারী কর্তৃক হামলার শিকার হন মো: রাকিবুল হাসান। এ সময় হামলাকারীরা তাকে মারধর করে তার মোবাইল ফোন নিয়ে সংগ্রহকৃত সকল ছবি ও ভিডিও ডিলিট করে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। খবর পেয়ে দুমকি প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দুমকি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফয়জুল হক ও সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল এবং দুমকি উপজেলা (বিএমএসএফ) শাখার সভাপতি এম আমির হোসাইন, সম্পাদক বাহাদুর ও ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মো: কামালসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।