ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নিজ ঘরে মিলল হাত-পা বাঁধা বৃদ্ধার মরদেহ

নিজ ঘরে মিলল হাত-পা বাঁধা বৃদ্ধার মরদেহ

নেত্রকোনা জেলাশহরের এক বাসা থেকে জোছনা বেগম নামের সত্তরোর্ধ এক নারীর হাত, পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে শহরের নিউটাউন-বিলপাড় এলাকার ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জোছনা বেগম ওই মহল্লার প্রয়াত আবুল মুনশীর স্ত্রী। এই ঘটনায় সাদ্দাম হোসেন, সাব্বির হোসেন ও রিয়াদ হাসান নামের ৩ তরুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ, প্রতিবেশী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেওয়ান শান্তা আহমেদসহ অন্যরা জানান, জোছনা বেগমের ৩ ছেলে, ২ মেয়ে। এক ছেলে বরিশাল ও এক ছেলে বগুড়ায় থাকে। তিনি ওই বাসায় বড় ছেলে ফারুক হোসেন মিলটন ও তার পরিবারের সাথে বসবাস করে আসছিলেন। কয়েক দিন আগে মিলটন ব্যক্তিগত কাজে বরিশাল গিয়েছেন। তার স্ত্রীও বেশ কয়েক দিন ধরে বাসায় নেই। গত সোমবার মিলটন বাসায় একা থাকা মাকে খোঁজখবর নেওয়ার জন্য বার বার ফোন দেন। রিসিভ না হওয়ায় মিলটনের মামা শহরের বাসিন্দা ফেরদৌস মোল্লাসহ কয়েকজন ওই বাসায় আসেন। এ সময় বাসার দরজায় বাইরে থেকে তালা দেওয়া ছিল। তারা তালা ভেঙ্গে প্রবেশ করে ঘর অগোছালো, আলমারী খোলা ও মেঝেতে জোছনা বেগমের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে আলামত সংগ্রহ ও মরদেহ উদ্ধার করে। জোছনা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওসি মুহাম্মদ আবুল কালাম বলেন, রহস্য উদ্ঘাটনে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। পিবিআইয়ের পক্ষ হতেও তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পিবিআইয়ের পরিদর্শক অভিরঞ্জন দেব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত