তারাগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে চাকরি জীবনের শেষ দিনে আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করলেন এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। উপজেলার সয়ার ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম। গতকাল দীর্ঘ ৩৬ বছরের চাকরি জীবন শেষে অবসরজনিত ছুটিতে যান তিনি। সরকারি চাকরিতে কর্ম জীবনের শেষ দিনে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত হতদরিদ্রদের মধ্যে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেন তিনি। সয়ার ইউনিয়নের ফরিদাবাদ আশ্রয়ণ প্রকল্পে অর্ধবেলা এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন তিনি। স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম বলেন, গতকাল আমার চাকরি জীবনের শেষ দিন। তাই আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র ও অসচেতন জনগোষ্ঠীর মধ্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করলাম। অবসরে থাকা অবস্থায়ও আমি আমার নিজস্ব অর্থায়নে এসব স্থানে ফ্রি চিকিৎসাসেবা প্রদানের চেষ্টা করব।