ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নির্বাচনে জামানত হারালেন যারা

নির্বাচনে জামানত হারালেন যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে ভোটের লড়াইয়ে বেশির ভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

নাটোর : চারটি আসনে ২৪ প্রার্থীর জামানত বাতিল হয়েছে।

নাটোর-১ : জাতীয় পার্টির আশিক হোসেন (২০৩৬ ভোট), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ইব্রাহীম খলিল (৩৪৩০ ভোট), জাসদের মোয়াজ্জেম হোসেন (৮১৭ ভোট), সুপ্রিম পার্টির লিয়াকত আলী (৪৫১ ভোট), কর্নেল রমজান আলী সরকার (২৬১৪), ও জামাল উদ্দিন ফারুক (৪৬৮ ভোট)।

নাটোর-২ : জাতীয় পার্টির সাবেক অতিরিক্ত সচিব ড. নুরুনবী মৃধা (২৭১৫ ভোট), জাসদের শরিফুল ইসলাম (৫৮০ ভোট) ও বাংলাদেশ কংগ্রেসের বজলুর রশীদ (৮৩৯ ভোট)।

নাটোর-৩ : জাতীয় পার্টির আনিসুর রহমান (৭৭৯ ভোট), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মিজানুর রহমান (৬৩৮ ভোট), বিকল্প ধারার সাংবাদিক আনোয়ার হোসেন (২৩০ ভোট), তৃণমূল বিএনপির আবুল কালাম আজাদ (২১৯ ভোট), বাংলাদেশ কংগ্রেসের আমিরুল ইসলাম (২০৮ ভোট), তরিকত ফেডারেশনের আলতাফ হোসেন (৬৫ ভোট) ও স্বতন্ত্র আব্দুল্লাহ আল মামুন (১২৪ ভোট)।

নাটোর-৪ : জাতীয় পার্টির অধ্যাপক আলা উদ্দিন মৃধা (২৮৬ ভোট), জেপির সেলিম রেজা (২৫৩ ভোট), বিএনএমের গাজী আবু সায়েম রতন (১৪০ ভোট), তৃণমূল বিএনপির আব্দুল খালেক সরকার (৭২ ভোট), বাংলাদেশ কংগ্রেসের শান্তি রিবারু (২৭৩ ভোট) ও স্বতন্ত্র প্রার্থী সুজন আহমেদ (২৭১৫ ভোট)।

বগুড়া-৩ : জামানত হারিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী দুইবারের এমপি অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার। তিনি ১০ হাজার ৫২৩ ভোট পেয়েছেন।

কুমিল্লা-১ : জাতীয় পার্টির লাঙল প্রতীকের মোহাম্মদ আমির হোসেন (৩৯২৫), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মশাল প্রতীকের বড়ুয়া মনোজিত ধীমন (২৬৫), ইসলামী ঐক্যজোট মিনার প্রতীকের মাওলানা মো. নাছির উদ্দিন (৬৩৯), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীকের মো. জসিম উদ্দিন ভূঁইয়া (১৯৮), বাংলাদেশ তরিকত ফেডারেশন ফুলের মালা প্রতীকের মো. জাকির হোসেন (১৪৬) এবং তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের সুলতান জিসান উদ্দিন (২৩১)।

জামালপুর : পাঁচটি আসনে ১৮ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। জামালপুর-১ আসনে জাতীয় পার্টির এসএম আবু সায়েম, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল্লাহ আল মামুন ও তৃণমূল বিএনপির গোলাম মোস্তফা।

জামালপুর-২ : জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ, স্বতন্ত্রের জিয়াউল হক জিয়া, শাহজাহান আলী মন্ডল ও তৃণমূল বিএনপির হোসেন রেজা বাবু। জামালপুর-৩ আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন ও জাতীয় পার্টি (জেপি) নজরুল ইসলাম।

জামালপুর-৪ : জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) তারিখ মাহদী, তৃণমূল বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম টুকু ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ইনুর গোলাম মোস্তাফা জিন্নাহ।

জামালপুর-৫ : জাতীয় পার্টির জাকির হোসেন, বাংলাদেশ কংগ্রেসের আবু সায়েম মোহাম্মদ সা’আদাত উল করীম, জাতীয় পার্টি (জেপি) বাবর আলী খান, ন্যাশনাল পিপলস পার্টির রফিকুল ইসলাম ও বাংলাদেশ সুপ্রিম পার্টির সাবিরুজ্জামান।

পঞ্চগড়-১ : বিএসপির আব্দুল ওয়াদুদ বাদশা (১৩৭১ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির মশিউর রহমান বাবুল (১৩৯৯ ভোট), ন্যাশনালিস্ট পার্টির সিরাজুল ইসলাম (১৪৮১ ভোট) সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল মজিদ (৭৪৩ ভোট)।

পঞ্চগড়-২ : জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন (৭৬২৭ ভোট), তৃণমূল বিএনপির আব্দুল আজিজ (৪৪২০ ভোট) ও বিএসপির আহমাদ রেজা ফারুকী (৪৪৭০ ভোট)।

নওগাঁ-১ : জাতীয় পার্টির আকবর আলী (৫০২৫ ভোট), স্বতন্ত্র প্রার্থী মাজেদ আলী (২১১৬ ভোট), নওগাঁ-৩ আসনে স্বতন্ত্র ডিএম মাহবুবুল হক মান্নাফ পেয়েছেন (১৩৩১ ভোট), ঢাকাই সিনেমার কৌতুক অভিনেতা শামীনুর রহমান ওরফে চিকন আলী (১৭০১ ভোট), জাতীয় পার্টির প্রার্থী মাসুদ রানা (৩৪৪১ ভোট) ও তৃণমূল বিএনপির প্রার্থী সোহেল কবির চৌধুরী (৫৯৭ ভোট)।

নওগাঁ-৫ : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের আজাদ হোসেন মুরাদ ও জাতীয় পার্টির ইফতারুল ইসলাম। নওগাঁ-৬ আসনে জাতীয় পার্টির আবু বেলাল হোসেন (৫৮১ ভোট), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুস সাত্তার (২০৬ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী খন্দকার ইন্তেখাব আলম (১৯৯ ভোট), স্বতন্ত্র প্রার্থী জাহিদুল (৩৩১ ভোট) ও স্বতন্ত্র প্রার্থী নওশের আলী (২২৪৩ ভোট।

দিনাজপুর : ৬টি আসনে জাতীয় পার্টির শাহিনুর ইসলাম (৪৮৬), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. আব্দুল হক (৩৩৭) ও ন্যাশনাল পিপলস পার্টির মো. জহুরুল আলম (২৮৭)।

দিনাজপুর-২ : জাতীয় পার্টির মো. মাহবুব আলম (৪৮৪৯) ও জাতীয় পার্টির স্বতন্ত্র আনোয়ার চৌধুরী জীবন (১০৩৫৯) ।

দিনাজপর-৩ : জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল (৩৬০১), ইসলামি ঐক্য জোটের মো. ফরহাদ আলম (৪৩৭৮), মুসলিম লীগের আব্দুস সালাম (৩৭৬), ন্যাশনাল পিপলস পার্টির পারুল সরকার লিনা (৫৩৮) ও আওয়ামী লীগ স্বতন্ত্র রাশেদ পারভেজ (২৯৮৬), দিনাজপুর-৪ আসনে জাতীয় পার্টির মো. মোনাজাত চৌধুরী (১০৯৪) ও ন্যাশনাল পিপলস পার্টির আজিজা সুলতানার (৭২৫)।

দিনাজপুর-৫ : জাতীয় পার্টির মো. নুরুল ইসলাম (৬৫৬৫), ন্যাশনাল পিপলস পার্টির মো. শওকত আলী (১৩৯৪) ও আওয়ামী লীগ স্বতন্ত্র তোজাম্মেল হক (৬২০১)। দিনাজপুর-৬ আসনে তৃণমুল বিএনপি’র মোফাজ্জল হোসেন (২৫০০), জাসদের শাহ আলম বিশ্বাস (৭২৪) ও স্বতন্ত্র শাহনেওয়াজ ফিরোজ (১১৪৫)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত