টাঙ্গাইলে জামানত হারাচ্ছেন ৪০ জন

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে মোট ৫৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পাঁচটিতে এবং ঈগল প্রতীকের স্বতন্ত্র দুইটি ও ট্রাক প্রতীকের এক স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। আটটি আসনের ৫৬ জনের মধ্যে ৪০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ ভোট না পাওয়ায় জামানত হারাচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার মো. কায়ছারুল ইসলাম আটটি আসনের প্রার্থীদের বেসরকারি ফলাফল ঘোষণায় এ তথ্য উঠে এসেছে। টাঙ্গাইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার আনোয়ারুল হক (প্রাপ্ত ভোট-৪,১৭৮), কৃষক শ্রমিক জনতা লীগের ফারুক আহাম্মেদ (১,৭৪২) এবং জাতীয় পার্টির মোহাম্মদ আলী (৩,৬৭৪)। টাঙ্গাইল-২ আসনে গণফ্রণ্টের গোলাম সারোয়ার (৩১২), বাংলাদেশ কংগ্রেস পার্টির মোহাম্মদ রেজাউল করিম (৪৫১), ন্যাশনাল পিপলস্ পার্টির মো. সাইফুল ইসলাম (৩০৫) এবং জাতীয় পার্টির হুমায়ুন কবির তালুকদার (৪০২)। টাঙ্গাইল-৩ আসনে জাতীয় পার্টির মো. আব্দুল হালিম (৭৮৮), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মো. জাকির হোসেন (১৫০০), বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) মো. সাখাওয়াত খান সৈকত (২৩৪) এবং ন্যাশনাল পেপলস্ পার্টির মো. হাসান আল মামুন সোহাগ (২৫২)। টাঙ্গাইল-৪ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের এসএম আবু মোস্তফা (২০৩), জাকের পার্টির মোন্তাজ আলী (২৬১), জাতীয় পার্টির মো. লিয়াকত আলী (৫০৩), তৃণমূল বিএনপির মো. শহিদুল ইসলাম (১৩৬), বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. শুকুর মামুদ (১০৩), জাতীয় পার্টি-জেপির সাদেক সিদ্দিকী (১৪৭) এবং স্বতন্ত্র প্রার্থী সারওয়াত সিরাজ শুক্লা (১০৭৮৭)। টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবীব (১৫৮৪), প্রতীক পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানো স্বতন্ত্র প্রার্থী মো. জামিলুর রহমান মিরণ (৯৭), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মো. তৌহিদুর রহমান চাকলাদার (৬৫৭), জাতীয় পার্টির মো. মোজাম্মেল হক (৫১৯১), তৃণমূল বিএনপির মো. শরিফুজ্জামান খান মহব্বত (৩১৪) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. হাসরত খান ভাসানী (১০৫৪)।