নদী থেকে হরিণ উদ্ধার

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরগুনা প্রতিনিধি

বরগুনা পাথরঘাটার বিষখালী নদীতে ভাসতে দেখে একটি হরিণ উদ্ধার করেছে পাথরঘাটা কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ওই হরিণটির শরীরে ক্ষত চিহ্ন দেখা গেছে। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের হরিণঘাটা বন সংলগ্ন বিষখালী নদীতে ভাসতে দেখে হরিণটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড সদস্যরা। শরীরে একাধিক ক্ষত চিহ্ন থাকায় হরিণটি চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠানো হয়। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে উপসহকারী কর্মকর্তা হারুন অর রশিদ জানান, হরিণটির পেছনের বাম পায়ে মারাত্মক আঘাত রয়েছে। হয়তো কোনো প্রাণীর আক্রমণে এমনটি হতে পারে। হরিণটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে, আশা করি অল্প কিছুদিনের মধ্যেই হয়তো সুস্থ হয়ে উঠবে। এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, উদ্ধার হওয়া হরিণটির শরীরে একাধিক ক্ষত চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, হিংস্র প্রাণীর আক্রমণের শিকার থেকে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিয়েছে হরিণটি। হরিণটি পাঁচ ফুট লম্বা এবং ওজন প্রায় ২ মণ হতে পারে। তিনি বলেন, হরিণটির চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে।