স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

স্বামীর অমানুষিক নির্যাতনে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী পাপিয়া বেগম মারা গেছেন। গত মঙ্গলবার ভোরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। নিহত পাপিয়া বেগম উপজেলার মিঠাপুকুর গ্রামের ইদন মিয়ার মেয়ে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গত মঙ্গলবার বিকালে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পিতা ইদন মিয়া জানান, বিজয়নগর উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ডালিম মিয়ার সঙ্গে ৭ বছর আগে পাপিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ডালিম মিয়া যৌতুকের জন্য স্ত্রী পাপিয়া বেগমকে মারধর করত। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। গত ১১ নভেম্বর ভোরে স্বামী ডালিম মিয়া পাপিয়াকে মাথা, গোপনাঙ্গ ও গলায় রশি প্যাঁচিয়ে হত্যার চেষ্টা করে। এতে পাপিয়া মৃত্যুর মুখে পতিত হয়। খবর পেয়ে পাপিয়ার বাবার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে ১ মাস ২৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত মঙ্গলবার ভোরে মাধবপুর হাসপাতালে পাপিয়ার মৃত্যু হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। স্বামীর নির্যাতনে আহত হয়ে পাপিয়া মৃত্যুর ঘটনায় স্বামী ডালিম মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হবে।