ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নীলফামারীতে জেঁকে বসেছে শীত

নীলফামারীতে জেঁকে বসেছে শীত

নীলফামারীতে আবারো গত মঙ্গলবার থেকে পুনরায় জেঁকে বসেছে শীত, কমতে শুরু করেছে তাপমাত্রা। এতে রাত থেকে সকাল পর্যন্ত চলছে শীতের দাপট। কুয়াশায় ছেয়ে আছে নীলফামারী সদরের গ্রামের রাস্তাঘাট। তিস্তা নদী পরিবেষ্টিত নীলফামারী জেলার পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, খগাখরি বাড়ি, টেপাখরী বাড়ী, গয়াবাড়ী, শৌলমাড়ীর নদীর পাড়ে রাতে কনকনে ঠান্ডা, কুয়াশা সকাল থেকে গড়িয়ে রাত অবধি। এদিকে শীতের আগমনের সাথে সাথে কষ্টেদিন কাটছে চরাঞ্চলের মানুষের। শীত বস্ত্রের অভাবে অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। তিস্তা নদীর চরাঞ্চলের বিভিন্ন এলাকায় সরজমিনে দেখা যায়, আগুনের কুন্ডুলি জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন অসহায় পরিবারগুলো। শীতের গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন দরিদ্র জনগোষ্ঠী। আর বেশি বিপাকে পড়েছেন সহায় সম্বলহীন পরিবারগুলো। তারা পুরনো গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন। তিস্তা পাড়ের পশ্চিম ছাতনাই ইউনিয়নের জাফর উল্লাহ জানান, এখন সকালে তিস্তা এলাকায় কনকনে ঠান্ডা পড়ে, কুয়াশায় ঢেকে থাকে গোটা এলাকা। গত দুইদিন ধরে সূর্যের দেখা নেই। নীলফামারী সদরের চোড়াইখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুম আলী শাহ্ এবং কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী বলেন, প্রচণ্ড শীতে জমিনের কৃষিকাজে মেহনতী মানুষের যাওয়া কষ্টকর হচ্ছে। কৃষি শ্রমিক গোলজার বলেন, শীতের কারণে কাজ কমে গেছে, আর যেটুকু মিলছে তাতে মজুরি কম, তাই শীতবস্ত্র কেনার টাকাও নেই, পরিবারের শিশু সন্তান নিয়ে বিপাকে আছি। শীতের কারণে আগের তুলনায় শহরে লোকজন কমেছে, ফলে মন্দাভাব দেখা দিয়েছে। জেলার তিস্তা নদীর পরিবেষ্টিত ডিমলা জলঢাকা উপজেলার ব্যবসা-বাণিজ্য থমকে গেছে। নীলফামারী পৌর এলাকার লন্ডাবাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুম আলী বলেন, লোকসমাগম কমে যাওয়ার কারণে বেচা বিক্রি কমেছে। নীলফামারী চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি লিমিটেডের সভাপতি প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলু আলোকিত বাংলাদেশকে বলেন, এমনিতেই ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধের কারণে এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলমান থাকায় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ তার উপরে শীত জেঁকে বসতেই শহরে লোকসমাগম কমে গেছে। নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ আলোকিত বাংলাদেশকে বলেন, সরকারিভাবে গরম কাপড়ের ব্যবস্থা রয়েছে। তিনি হতদরিদ্রদের শীত নিবারনে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও এবং সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত