ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঠান্ডায় বাড়ছে শিশুরোগ

হাসপাতালে ভিড়
ঠান্ডায় বাড়ছে শিশুরোগ

ফেনীতে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা, যাদের অধিকাংশই শিশু। ডায়রিয়া, শ্বাসকষ্ট কিংবা নিউমোনিয়ায় অসুস্থ শিশুদের নিয়ে স্বজনরা ভিড় করছেন হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে। গত তিন দিনেই জেলায় শুধু ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে সাড়ে ১১০০ শিশু। তবে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই, সঠিকভাবে যত্ন নিলেই বাচ্চাদের এই ধরনের সমস্যা কমবে। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আসিফ ইকবাল বলেন, গত এক সপ্তাহে আউটডোরে প্রতিদিন গড়ে ৫ শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৮০ শতাংশ শিশুই ডায়রিয়া সমস্যা, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়াসহ বিভিন্ন শীতজনিত অসুস্থতার ভুগছে। সরেজমিনে হাসপাতালটিতে দেখা যায়, শুধু শহর থেকে নয়, রোগী আসছে প্রত্যন্ত গ্রাম থেকেও। বিপুল সংখ্যক রোগীর উপস্থিতিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতালের নার্স শ্যামলী রানী ও সুমাইয়া খাতুন জানান, গতকাল বৃহস্পতিবার শিশু ওয়ার্ডে ২৬ বেডের বিপরীতে ৪৪ রোগী ও ডায়রিয়া ওয়ার্ডে ১৭ বেডের বিপরীতে ৪৮ রোগী ভর্তি আছে। তবে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। রোগী বেড়ে যাওয়ায় বেডে জায়গা না পেয়ে মেঝেতে ও বারান্দায় চিকিৎসা দিতে তারা বাধ্য হচ্ছেন।

সদর উপজেলার ধলিয়া এলাকা থেকে ছয় মাস বয়সি শিশুকে নিয়ে এসেছেন শাহিন আলম। তিনি বলেন, গত তিনদিন শ্বাসকষ্ট ও ডায়রিয়া সমস্যায় ভুগছে তার শিশুটি। পরিবারের প্রথম সন্তান তাই চরম দুঃশ্চিন্তার মধ্যে আছেন তিনি। শর্শদি থেকে আসা মঞ্জুরা বেগমের মেয়ের বয়স দেড় মাস। দুই দিন হলো ঠান্ডা ও কাশির সমস্যায় ভুগছে শিশুটি। তিনি বলেন, ‘সন্তানের চিন্তায় রাতে ঘুমাতে পারি না। তাই হাসপাতালে নিয়ে এসেছি।’ ফাহমিদা জানান, শীতে ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছে শিশুরা। তার দুই ছেলে নিয়ে বেডে জায়গা না পেয়ে মেঝেতে এক বিছানায় চিকিৎসা দিচ্ছে। তাদের মতো অনেকেই দূর-দুরান্ত থেকে তাদের প্রিয় সন্তানকে নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তবে শিশুদের এমন সমস্যা নিয়ে আতঙ্কিত না হবার পরামর্শ দিয়ে ডা. আসিফ ইকবাল বলেন, আমরা রোগীর স্বজনদের পরামর্শ দিচ্ছি শিশুদের প্রতি আরো বেশি যত্নবান হতে। বিশেষ করে গরম কাপড় পরানো, উষ্ণ গরম পানি পান করাতে, শিশুদের বেশি বেশি বুকের দুধ খাওয়াতে বলছি। ফেনীর সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন জানান, শীতের কারণে শিশু রোগীর চাপ বেড়েছে। তবে আতঙ্কের কারণ নেই, সময়মত বাচ্চাদের যত্ন ও চিকিৎসকের পরামর্শ নিলেই সুস্থ হবে শিশুরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত