চিকিৎসা শেষে বনে ফিরল হরিণ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা আহত সেই হরিণটিকে বনে অবমুক্ত করা হয়েছে। গত শুক্রবার দুপুরের দিকে পাথরঘাটা উপজেলার হরিণঘাটা ইকোপার্কের বনে হরিণটিকে অবমুক্ত করা হয়। হরিণটির চিকিৎসা শেষে প্রায় তিনদিন পর পাথারঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খানের উপস্থিতিতে হরিণটিকে বনে অবমুক্ত করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ, হরিণঘাটা বিট কর্মকর্তা আব্দুল হাইসহ ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। এর আগে গত মঙ্গলবার ৯ জানুয়ারি বিকালে পাথরঘাটার হরিণঘাটা ইকোপার্ক-সংলগ্ন বিষখালী নদী থকে আহত অবস্থায় ভাসমান ওই হরিণটিকে উদ্ধার করেন পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ড। পরে হরিণটিকে পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করেন তারা। এরপর হরিণটিকে সুস্থ করতে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা শুরু করেন পাথরঘাটা বনবিভাগ। এ বিষয়ে পাথরঘাটা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আহত হরিণটিকে সুস্থ করতে তিনদিন সময় লেগেছে। এখন শারীরিকভাবে সুস্থ হওয়ায় হরিণটিকে বনে অবমুক্ত করা হয়েছে।