ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নওগাঁয় ১৮৩১ বস্তা চাল উদ্ধার

নওগাঁয় ১৮৩১ বস্তা চাল উদ্ধার

নওগাঁ সদর উপজেলার লক্ষণপুর এলাকায় দেওয়ান এন্টারপ্রাইজ নামের একটি চালকলের গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ১ হাজার ৮৩১ বস্তা চাল উদ্ধার করেছে জেলা পুলিশ। এ ঘটনার সাথে যুক্ত ট্রাকচালক ও চালকের সহযোগীসহ তিনজনকে আটক করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে গত শুক্রবার রাত সাড়ে ১০টায় দুইটি গুদাম সিলগালা করে দেয়া হয়েছে। এর মধ্যে আদমদিঘী উপজেলার সালমান, বৈশাখী ও বুশরা অটোরাইস মিলের ১ হাজার ৩১১ বস্তা এবং দিনাজপুর জেলার খাদ্য বান্ধব কর্মসূচির ৫২০ বস্তা চাল। স্থানীয়রা জানান, ফরিদ দেওয়ান এর দেওয়ান এন্টারপ্রাইজ চালকলটি লক্ষণপুর এলাকার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত। চালকলটি বেশকিছু ধরে তাদের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হঠাৎ করে গত কয়েক দিন আগে কয়েকটি ট্রাকে চাল নিয়ে এসে আনলোড করে চলে যায়। এরই মধ্যে পুলিশ এসে অভিযান পরিচালনা করে চালগুলো উদ্ধার করে। চালকলের মালিক ফরিদ দেওয়ান এর বাড়ি সদর উপজেলার কুশাডাঙ্গা গ্রামে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত