ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুন্দরবনে কাঁকড়া শিকারের দায়ে জেলে আটক

সুন্দরবনে কাঁকড়া শিকারের দায়ে জেলে আটক

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পুস্পকাটি টহল ফাঁড়ি এলাকায় স্মার্ট পেট্রোলিং টিমের অভিযানে অবৈধভাবে কাঁকড়া শিকারের দায়ে ৭ জেলেসহ ৭টি ডিঙ্গি নৌকা আটক করা হয়েছে। স্মার্ট টিমের দলনেতা বন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের নেতৃত্বে গত শনিবার দিনভর অভিযানে পুস্পকাটি বনের খাল ও ভারানি থেকে এ সব অবৈধ কাঁকড়া শিকারিদের আটক করা হয়। খুলনা রেঞ্জের নলিয়ান ফরেস্ট স্টেশন এলাকার নদী খালে অভিযানে চালিয়ে দাকোপের পানখালি এলাকার কাঁকড়া শিকারি জুয়েল শেখ, আজিজুল শেখ ও আবু হুরাইয়াকে আটক করা হয়।

এ সময় ১টি নৌকা ও ২০০ আটন জব্দ করা হয়েছে বলে স্মার্ট পেট্রল টিমের দলনেতা নির্মল কুমার মন্ডল জানান। আটকৃকতদের বিরুদ্ধে বন আইনে মামলা রুজ্জু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত