ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক সভা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক সভা

মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদ এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো: আবুজাফর রিপন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও স্লোগান যা ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম এই প্রতিশ্রুতি ও স্লোগান দেন। ২০৪১ সালকে সামনে রেখে এখন নতুন চ্যালেঞ্জ স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশ সহজ করবে মানুষের জীবন যাত্রা, হাতের মুঠোয় থাকবে সবকিছু। তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি চারটি হচ্ছে- স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আসলাম খান। অনুষ্ঠানে জেলা-উপজেলার দপ্তর প্রধানগণ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত